logo

৯৯৯ মায়ের অভিযোগে মাদক আসক্ত ছেলে গ্রফতার কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে ১ বছরের কারাদন্ড

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯৯৯ মা নুরুন্নাহারের অভিযোগে মাদক আসক্ত ছেলে শাওন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কটিয়াদী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. আশরাফুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাওনকে ১ বছররে কারদন্ড প্রদান করেন।

এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে ।

শাওন উখরাশাল গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র। শাওন মাদক সেবনের জন্য প্রতিদিনই মায়ের কাছে টাকা চাইত, তার চাহিদা মোতাবেক টাকা দিতে না পারায় মাকে সে মারধোর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোববার সকালে ৯৯৯ নম্বরে কল দিলে কটিয়াদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আলমগীর হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাওনকে ১ বছররে কারদন্ড প্রদানের পর কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কটিয়াদী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. আশরাফুল আলম জানান মাদক আসক্ত শাওন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে