নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা পরিষদ কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব একযোগে সারাদেশের ন্যায় ২ হাজার ১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাবের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,ইউএনও আবদুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন,উপজেলা স্বাস্থ প্রশাসক ডা: মো: হেলাল উদ্দিন,পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ,ওসি মো: নান্নু মোল্লা,ওসি তদন্ত মো: মুজিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াছমিন প্রমুখ। এ ছাড়াও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী,সাংবাদিক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
হোসেনপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
প্রকাশ : Aug 14, 2016 | Comments Off on হোসেনপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
