হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
হোসেনপুরে ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসানে বিক্রি করতে হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পবিত্র ঈদুল আযহার কোরবানীর পশুর চামড়া হোসেনপুর বাজারের ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের বেশি মূল্য দিয়ে ক্রয় করেন। বাজারে ক্রেতার অভাবে ক্রয়কৃত পশুর চামড়া অবিক্রিত রয়েছে। লবনের দাম বেশি হওয়ায় চামড়া সংরক্ষনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। যারা ধারদেনা করে চামড়া ক্রয় করেছেন তাদের চোখে মুখে শুধু অন্ধকার। হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের মুক্তু মিয়া জানান, ১৫শ টাকা দরে গরু চামড়া কিনে এখন ৯শ টাকা করে বিক্রি করতে বাধ্য হচ্ছি। এতে করে আমার ব্যবসায়ে লোকসান গুনতে হচ্ছে।
হোসেনপুরে ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসান
প্রকাশ : Sep 15, 2016 | Comments Off on হোসেনপুরে ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসান
