logo

হোসেনপুরে ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসান

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
হোসেনপুরে ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসানে বিক্রি করতে হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পবিত্র ঈদুল আযহার কোরবানীর পশুর চামড়া হোসেনপুর বাজারের ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের বেশি মূল্য দিয়ে ক্রয় করেন। বাজারে ক্রেতার অভাবে ক্রয়কৃত পশুর চামড়া অবিক্রিত রয়েছে। লবনের দাম বেশি হওয়ায় চামড়া সংরক্ষনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। যারা ধারদেনা করে চামড়া ক্রয় করেছেন তাদের চোখে মুখে শুধু অন্ধকার। হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের মুক্তু মিয়া জানান, ১৫শ টাকা দরে গরু চামড়া কিনে এখন ৯শ টাকা করে বিক্রি করতে বাধ্য হচ্ছি। এতে করে আমার ব্যবসায়ে লোকসান গুনতে হচ্ছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে