মো.খায়রুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হোসেনপুর উপজেলায় পুকুরে ডুবে জুনায়েদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের মোঃ হাবিবুল্লাহ’র ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়িতে খেলা করছিল জুনায়েদ। পরে বাড়ির লোকজনের অজান্তে সে পুকুরে পড়ে যায়। জুনায়েদের মা ময়না খাতুন পুকুরে থালা-বাসুন ধুঁইতে গিয়ে দেখেন ছেলের লাশ পুকুরের পানিতে ভাসছে। এ সময় ডাকচিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে জুনায়েদের লাশ উদ্ধার করে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হোসেনপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
প্রকাশ : Aug 19, 2016 | Comments Off on হোসেনপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু