নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খেলার মাঠে খেলোয়াড় ও শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে কতিপয় বহিরাগত ছাত্ররা। সোমবার দুপুরে উপজেলার ঢেকিয়া খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারী বহিরাগত ছাত্ররা বেশ কয়েকজন খেলোয়াড় ও শিক্ষকদের লাঞ্ছিত করে এবং মোটরসাইকেল ভাংচুর চালায়। এতে করে ফুটবল খেলা পন্ড হয়ে যায়। এক পর্যায়ে হামলাকারীদের তান্ডবের ভয়ে খেলোয়াড় ও শিক্ষকরা পালিয়ে জীবন রক্ষা করে। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্ররা প্রতি বছরই অকারণে এমন হামলার ঘটনা ঘটায়। পরে অদৃশ্য প্রভাবশালী মহলের তদবিরে ঘটনার বিচার হয় না। আর এ কারণেই হামলার ঘটনা ঘটছে। সোমবার দুপুরে এ ব্যাপারে বিচার দাবি করে শারিরীক শিক্ষক মুনজুর রহমান, ছফর উদ্দিন, শামছুল আলম ও আবু বাক্কার ছিদ্দিকসহ বেশ কয়েকজন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ আল মামুন অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারতি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।