logo

হোসেনপুরে কাঠমেস্ত্রীকে হত্যা

নজরুল ইসলাম খায়রুল,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে সোহেল মিয়া (২০) নামে এক কাঠমেস্ত্রীকে হত্যা করা হয়েছে। নিহত সোহেল মিয়া হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম নিরাহারগাতী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় চাতলবিলের একটি আম গাছে মুখে কাপড় বাঁধা অবস্থায় তার মরদেহ ঝুলে ছিল। শনিবার সকালে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থলে উপস্থিত থানার উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুরুল হাসান জানান, নিহত সোহেল মিয়া মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী ও আলামত জব্দ করা হয়েছে। নিহতের ভাই জুয়েল মিয়া জানান, গত শুক্রবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভিক্টিম পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে