কিশোরগঞ্জ থেকে মোঃ এনামুল হক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন- যারা এদেশের স্বাধীনতা চাইনি, স্বাধীনতার বিরোদ্ধে কাজ করেছে, স্বাধীনতার অস্তিত্বকে যারা মেনে নিতে পারেনি শোলাকিয়া হামলায় তাদের ইন্দন অবশ্যই রয়েছে। তিনি আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঝর্ণা রানী ভৌমিকের বাসায় শোক সন্তপ্ত পরিবারের নিকট এক লক্ষ টাকা চেক হস্তান্তর করার সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত সারাদেশে যেখানে যেখানে জঙ্গি রয়েছে তারা দেশের কোথাও কারো কাছে আশ্রয় পাবেনা। কারণ জঙ্গিদের বিরোদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলে মানুষ এখন সোচ্চার।
এসময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সোহরাব ,কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিম উদ্দীন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)তরফদার আক্তার জামীল। পরে তিনি জেলা আইন-শৃংঙ্খলা কমিটির সভায় যোগ দিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যান।
এর আগে গত ৮ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের নিকটতম স্থানে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এসময় তিনি ঝর্না রানীর পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, ঈদের দিন সকাল ৯টায় শোলাকিয়া মাঠ সংলগ্ন আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে একটি চেক পোস্টে সংশ্লিষ্ট জঙ্গিদের বোমা হামলায় দু’পক্ষের গোলাগুলির মাঝে নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ঝর্ণা রাণী ভৌমিক নামে এক সাধারণ গৃহিনী।
স্বাধীনতার অস্তিত্বকে যারা মেনে নিতে পারেনি শোলাকিয়া হামলায় তাদের ইন্দন অবশ্যই রয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী- মুজিবুল হক চুন্নু
প্রকাশ : Aug 11, 2016 | Comments Off on স্বাধীনতার অস্তিত্বকে যারা মেনে নিতে পারেনি শোলাকিয়া হামলায় তাদের ইন্দন অবশ্যই রয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী- মুজিবুল হক চুন্নু
