মো. খাইরুল ইসলাম,
অভাবের সংসারের স্বচ্ছতা ফিরাতে সৌদি আরব গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে।
নিহত আল আমিন পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত আল আমিনের চাচাত ভাই মো. মাহবুবুল আলম জানান, আমার বোন জামায় মো. হাবিবুর রহমান বুধবার সকালে সৌদি আরব থেকে ফোন করে আল আমিনের মৃত্যুর কথা নিশ্চত করে বলেন, সৌদি আরবের রিয়াদ শহরে কাজে যাওয়ার পথে রাস্তার পাশে আল আমিন ফজরের নামাজ আদায় করার সময় গাড়ি চাপা দিলে সে ঘটনার স্থলেই প্রাণ হারায়। আল আমিনের স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।