মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে
সৌদিআরবের দাম্মাম সিটির মরুভূমিতে কর্মস্থল থেকে গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় উটের সাথে মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।
তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের চরপাড়া সরকার বাড়ির আমির হোসেনের ছেলে।
নারান্দী গ্রামের নিহত সুমন মিয়ার প্রতিবেশী প্রবাসী সোহেল আকন্দ দুর্ঘটনায় সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসী সোহেল আকন্দ জানান, গত সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে দাম্মাম সিটির আবকিক নামক এলাকার মরুভূমি দিয়ে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন সুমন মিয়া।
পথে একটি উট তার গাড়ির সামনে দিয়ে এসে ঝাঁপ দেয়। এতে উটের শরীর গাড়ির কাঁচ ভেঙ্গে সুমন মিয়ার শরীরের উপর পড়ে।
পরে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ তাঁকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সুমনের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।