logo

সেনানিবাসে ৬ রোহিঙ্গা আটক

বান্দরবন থেকে: পরিচয় গোপন করে বান্দরবান সেনানিবাসের এমডিএস এলাকায় শ্রমিকের কাজ করার সময় ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আটক করার পর সদর থানা পুলিশের ক‍াছে সোপর্দ করা হয়।

বিকেলে তাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন মোহাম্মদ আমানুল্লাহ (২৬), মোঃ এনায়েত (১৭), মোঃ রহিম মোল্লা (১৪), জাফর আলম (২৮), মোহাম্মদ জোবায়ের হোসেন (১৮), মোহাম্মদ সিরাজ (১৫)। এরা শরণার্থী শিবিরের বিভিন্ন ব্লকের বাসিন্দা বলে  জানা গেছে । একটি চক্র এসব রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে বান্দরবানের বিভিন্ন জায়গায় নিয়োজিত করে আসছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জান‍ালেন রোহিঙ্গা পরিচয় গোপন করে এরা গত কয়েকদিনে সেনানিবাসের এমডিএস এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। সোমবার এদের সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা হিসেবে শিকার করে।

পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।  সেখান থেকে তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে স্থানান্তর করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে