ডেস্ক রিপোর্টঃ জেসন রয়কে নিয়ে ১৬০ রানের দারুণ এক জুটি গড়েছিলেন জনি বেয়ারস্ট। এরপর ৫৭ বল থেকে ৬৬ রান করে কুলদীপ যাদবের বলে ফিরেন রয়। দলীয় ২০৫ রানের মাথায় ফিরে গেলেন অপর ওপেনার বেয়ারস্ট। আউট হওয়ার আগে ১০৯ বল থেকে ১০টি চার ও ৬টি ছক্কার মারে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেয়ারস্ট। এর পরপরই মোহাম্মদ সামির বলে ফিরেছেন ইয়ন মরগান। ৩৫ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ২১১ রান।
এর আগে আজ রবিবার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।
বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারতকে। ছয়টি ম্যাচ খেলে তারা জিতেছে পাঁচটিতেই। আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে, আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করে ফেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সেদিক থেকে বেশ খানিকটা পিছিয়েই আছে ইংল্যান্ড দল। সবচেয়ে বড় ফেবারিট হিসেবে নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল তারা। কিন্তু, সাত ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়ে বেশ বিপাকে আছে দলটি। আর আজ হেরে গেলে সেমির পথটা আরো কঠিন হয়ে যাবে ইয়ন মরগ্যানের দলের জন্য।