যেদিন থাকবোনা/ জান্নাতুল পান্না
অসীম শুণ্যতায় পাথরে মাথা ঠেকিয়ে বারংবার মূর্ছা যাবে। শুকনো শিউলী ফূলের পাপড়িকে আকরে ধরে গগনবিদারী চিৎকার করবে। স্পর্শহীন আকাশ,সমুদ্র এমনকি তলিয়ে যাওয়া মৃত্তিকাও আকুলি বিকুলি করবে! বিশ্বাস কর, তোমার আত্নচিৎকারে পৃথিবী থমকে যাবে! বুকের পাজরে প্রেয়সির গন্ধ না পেয়ে পেয়ে দিক বিদিক ছুটতে থাকবে।
কিন্তু হায়, কোথাও নেই যে, কোথাও থাকবে না সে। যখন তুমি অসীম শূণ্যতায় ভাবতে ভাবতে ক্লান্ত হবে। অবস হয়ে পরবে তোমার দুটি চোখ। ঠিক তখনও তুমি খুজবে আমায়। তোমার অবিশ্বাসের কঠিন জমিনে রেখে যাবো এক মায়াবী স্পর্শ। যাতে ক্রমশ পোড়তে পোড়তে ক্ষত বিক্ষত হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নষ্টালজিকের মতো বেহুদা চিৎকার করবে। সময়ের মূল্য না দেয়ার যন্ত্রণায় নিজের বুককে চৌচির করবে। আমি যেদিন থাকবোনা, সেদিন বুঝবে ঠিক কতোটা ছিলাম তোমার মাঝে!