নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেনের জামিন না-মঞ্জুর করেছেন বিচারিক আদালত। বুধবার সকালে পুলিশ তাদের আদালতে হাজির করলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আঃ ছালাম খান তাদের জামিন না-মঞ্জুর করে আগামী ৯ অক্টোবর পরবর্তী হাজিরার তারিখ ধার্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক জাহিদুল হক তানিম কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তার চান মিয়ার ছেলে ও গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেবীরহাট গ্রামের হাকিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। সে নিহত জঙ্গি শফিউলের আশ্রয়দাতা। এঘটনায় শফিউলের আশ্রয়দাতা আনোয়ার হোসেনকে আরেকটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কড়া পুলিশ প্রহরায় গাইবান্ধায় ও স্থানীয় সহযোগি জাহিদুল হক তানিমকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের পাশে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিরা চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামে দুই পুলিশকে হত্যা করে। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধু ঝর্ণা রানী ভৌমিক। একই সময় পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয় শফিউল ইসলাম নামে অপর এক জঙ্গি। পরবর্তীতে সে ময়মনসিংহের নান্দাইলে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।
শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেনের জামিন না-মঞ্জুর
প্রকাশ : Sep 21, 2016 | Comments Off on শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেনের জামিন না-মঞ্জুর
