logo

শিক্ষার্থী রুপক হত্যার বিচার দাবিতে ভৈরবে সংবাদ সম্মেলন

ভৈরব সংবাদদাতাঃ ভৈরবে সহপাঠিদের হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার শিক্ষার্থী ফারদিন আলম রুপক (১৭) হত্যাকারিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। আজ রবিবার বেলা সাড়ে দশটায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত শিক্ষার্থী রুপক হত্যা মামলায় ইতোমধ্যে আটক হওয়া এজাহারভুক্ত পাচঁজন ছাড়াও রুপকের লাশ গুম করার পরিকল্পনায় আবু বক্কর সিদ্দিক ও মোঃ শাহজাহান পাটোয়ারী জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেছেন নিহতের পিতা নূরে আলম বিপ্লব। তিনি বলেন, হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ভৈরবপুর দক্ষিনপাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বির দাদা আবু বক্কর সিদ্দিক ও অপর আসামী আরাফাত পাটোয়ারীর পিতা শাহজাহান পাটোয়ারী হত্যাকান্ডের পর লাশ গুম করার পরিকল্পনায় সরাসরি জড়িত থেকে আমাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিতে ফেলেছেন।

আটক হওয়া নিহত রূপকের তিন সহপাঠি হত্যাকান্ডের ঘটনা সাথে সাথে তাদের পরিবারকে অবগত করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ সম্মেরণে উল্লেখ করে আবু বক্কর সিদ্দিক ও শাহজাহান পাটোয়ারীকে আইনের আওতায় আনার দাবি জানান নিহত রূপকের পিতা নূরে আলম বিপ্লব। তবে এবিষয়ে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক তার বিরুদ্ধে আনা নিহতের পিতার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন। এছাড়াও তিনি রুপক হত্যাকান্ডের সাথে জড়িত তার নাতি রাব্বি সহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলণে নিহত রুপকের পরিবার-পরিজনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ৩১মে রাতে মুক্তিপণ দাবি করে টাকা আদায়ের উদ্দেশ্যে রুপকের তিন সহপাঠি কৌশলে তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হতে পারে এই ভয়ে রূপককে গলাকেটে হত্যা করে তারই তিন সহপাঠি বন্ধু। পুলিশের কাছে এমন জবানবন্দি দিলে ওই দিনই রূপকের তিন সহপাঠি যথাক্রমে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বি (১৭), একই এলাকার শাহজাহান পাটোয়ারীর ছেলে আরাফাত পাটোয়ারী (১৬) ও রাণীর বাজার এলাকার ফার্মেসী ব্যবসায়ী ওবায়দুল খাঁ’র ছেলে রেজাউল কবীর খাঁ (১৬) কে গ্রেফতার করে পুলিশ। এঘটনার তিনদিন পর গত ২জুন রুপক হত্যা মামলায় এজাহারভুক্ত আবু বক্কর সিদ্দিক এর ছেলে শাহ সুফিয়ান (৩১) ও একই এলাকার শাহজাহান পাটোয়ারীর ছেলে ইয়ারফাত পাটোয়ারী (৩২) কে আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প এর সদস্যরা।

রূপক হত্যাকান্ডের জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি হবে এমনটাই প্রত্যাশা পরিবারের

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে