logo

রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
তৃণমূল সাংবাদিকদের সংগঠন রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)এর ফজলুল হক জোয়ারদার আলমগীরকে সভাপতি ও খাইরুল ইসলাম ভূইয়াকে সাধারন সম্পাদক মনোনিত করে ২৩ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
আগস্ট ১১-২০১৬ তারিখে রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম জহিরুল ইসলাম স্বাক্ষরিত কিশোরগঞ্জ জেলা কমিটি অনুমোদন করা হয়।
কমিটির সদস্যগণ হচ্ছেন, সভাপতি- ফজলুল  হক জোয়ারদার আলমগীর (যুগান্তর কটিয়াদী), সিনিয়র সহ সভাপতি- রেজাউল করিম সেলিম (বাংলাদেশ সময় অষ্টগ্রাম), সহ সভপতি- ব্রজ গোপাল বণিক (ইত্তেফাক কটিয়াদী), সহ সভাপতি- মোঃ শাহেদ আলী (ভোরের ডাক ইটনা), সাধারন সম্পাদক- মোঃ খাইরুল ইসলাম ভূইয়া (স্বদেশ সংবাদ, দিনকাল ইটনা), যুগ্ন-সাধারন সম্পাদক- এম আর রুবেল (গৃহকোন, ইনকিলাব ভৈরব), সাংগঠনিক সম্পাদক- মোঃ ফরিদ রায়হান (বাংলা নিউজ, একুশে আলো অষ্টগ্রাম), যুগ্ন-সাংগঠনিক সম্পাক- শামীম আহমেদ (অবলম্বন ভৈরব), অর্থ সম্পাদক- মাইনুল হক মেনু (দিনকাল. আমার বাংলাদেশ কটিয়াদী), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- খাইরুল ইসলাম (নওরোজ তাড়াইল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- এস.এ.এম মিনহাজ উদ্দিন (দিনকাল পাকুন্দিয়া), মানবাধিকার বিষয়ক সম্পাদক- আবুল কাশেম আবাদী (দৈনিক ঢাকা ইটনা), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম (আজকের বাংলাদেশ ইটনা), যুব ও ক্রীড়া সম্পাদক- এফ এ মহসিন (ভোরের কাগজ মিঠামইন), সমাজ কল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক- আল-আমিন টিটু (আলোকিত বাংলাদেশ ভৈরব), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ আল-মামুন (আমার বাংলাদেশ কিশোরগঞ্জ), দপ্তর সম্পাদক- আশরাফুল ইসলাম (নওরোজ করিমগঞ্জ) মহিলা বিষয়ক সম্পাদিকা- হালিমা আক্তার (অবলম্বন ভৈরব), নির্বাহী সদস্য- ফ খর উদ্দিন ইমরান (নয়া দিগন্ত কটিয়াদী), মোবারক হোসেন নূরী (শতাব্দীর কণ্ঠ কটিয়াদী), মোঃ উবায়দুল্লাহ (তোলপাড় ডটকম করিমগঞ্জ), নজির আহমেদ আল-আমীন (সময়ের দৃশ্যপট ভৈরব) মোঃ হেলাল উদ্দিন (ইনকিলাব নিকলী।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে