logo

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঘটনা প্রবাহ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে, যা ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৬ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা হানিফ শেখ জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা মাঝারি মানের চেয়ে একটু কম ছিল।
ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য  তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গতকাল বিকেলের দিকেই রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায়।
চলতি আগস্ট মাসের প্রথম দিন মিয়ানমারের পাকুক্কু এলাকায় রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়, যা চট্টগ্রাম অঞ্চল থেকেও অনুভূত হয়। তার আগে গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও মিয়ানমারে ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য।
গেল জুলাইয়ে জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
গবেষকরা আশঙ্কা করছেন, যেহেতু এখানে গত ৪০০ বছর ধরে শক্তি সঞ্চয় হচ্ছে, ফলে তা যেকোন সময় রিখটার স্কেলে ৯ মাত্রার মতো শক্তিশালী একটি ভূমিকম্প তৈরি করতে পারে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে