logo

রাজউকের উচ্ছেদে বাধা ভাংচুরকারীদের আইনের আওতায় আনা হোক

রাজধানীর কারওয়ানবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদার ও তাদের পক্ষে কিছুসংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী যেভাবে নির্বিচার গাড়ি ভাংচুরসহ তাণ্ডব চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। গত মঙ্গলবার রাজউকের উচ্ছেদ অভিযান চালানোর সময় স্থানীয় কিছুসংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী গ্যারেজ ও পার্কিং করা গাড়িও বেপরোয়াভাবে ভাংচুর করেছে। লক্ষণীয়, এ ক্ষুদ্র ব্যবসায়ীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে, একপর্যায়ে ভিআইপি সড়ক কাজী নজরুল ইসলাম এভিনিউতেও তারা অবরোধ সৃষ্টি করে। এই ক্ষুদ্র ব্যবসায়ীরা কার ইন্ধনে এরকম তাণ্ডব চালিয়েছে, তা উদ্ঘাটন করা জরুরি।
কারওয়ানবাজারের বাণিজ্যিক প্লট বরাদ্দের নীতিমালা অনুযায়ী বরাদ্দ পাওয়ার তিন বছরের মধ্যে নকশা অনুমোদন করে বাণিজ্যিক ভবন তৈরির কথা ছিল যেসব প্লটে- সেসব বাণিজ্যিক প্লটের মালিকরা বরাদ্দের নীতিমালা লংঘন করে প্লটের জায়গায় খুপড়ি ঘর তুলে বিভিন্ন রকম ব্যবসা পরিচালনা করে আসছিল। যেহেতু প্লটের মালিকরা বরাদ্দের নীতিমালা ভঙ্গ করেছে, সেহেতু রাজউক কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়েছে। মঙ্গলবার কারওয়ানবাজারে যে অভিযান পরিচালনা করা হয়, তা রাজউকের নিয়মিত অভিযানেরই অংশ। প্রশ্ন হল, পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যের উপস্থিতি ছাড়া রাজউক কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নিল কেন? রাজউকের এ ধরনের পরবর্তী কোনো অভিযানের সময় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
আমরা লক্ষ্য করেছি, রাজউক কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ অভিযান চালানোর কিছুদিন পরই আবার অবৈধ দখলের উৎসব শুরু হয়ে যায়। যেহেতু অবৈধ দখলদাররা বারবার দখলের মাধ্যমে তাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাই হয়তো তারা ধরেই নিয়েছে, যে কোনো উচ্ছেদই হবে লোক দেখানো। উচ্ছেদ অভিযানের সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। উচ্ছেদের পর অবৈধ দখলদাররা যাতে নতুন করে দখলের উৎসবে মেতে উঠতে না পারে, তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার কারওয়ানবাজারে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনার সময় যারা নির্বিচারে গাড়ি ভাংচুর করেছে এবং রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে,এটাই কাম্য।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে