logo

মোশাররফের মামলাবাজি

রফিকুল ইসলাম
গ্রামের নিরীহ মানুষের নামে অহেতুক মামলা দিয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়া তো ভালো কথা নয়। তার ওপর এই কাজ যদি করেন অভিনেতা মোশাররফ করিম, তাহলে মামলাবাজি ছাড়া একে আর কী বলা যায়! টেলিছবি লার্নেড ফ্রেন্ড-এ এমন মামলাবাজি করতে দেখা যাবে মোশাররফ করিমকে। ঈদের জন্য তৈরি এই টেলিছবি পরিচালনা করেছেন তুহিন হোসেন।

এই টেলিছবিতে মোশাররফ করিম ‘সদরুল হক’ নামে এক মামলাবাজের চরিত্রে অভিনয় করেছেন। শহর থেকে গ্রামে এসে তাঁর সহকারীকে দিয়ে মানুষকে কথায় কথায় মামলার জালে জড়িয়ে ফেলেন। মামলায় জড়ানো লোকগুলো বিপদ থেকে বাঁচতে আবার সেই সদরুলের কাছেই ধরনা দেয়। চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, চরিত্রটি একজন ধূর্ত লোকের হলেও তার মধ্যে কিন্তু ভালোবাসা আছে। এখানে একটি বার্তা রয়েছে, মানুষ মানুষকে ঠকালেও একসময় সে ভালো হতে চায়। সে সমাজে সবার মধ্যে সম্মান ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়।
পরিচালক তুহিন হোসেন লার্নেড ফ্রেন্ড টেলিছবিটি নিয়ে জানান, গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইলের হাটুভাঙ্গার মিরপাড়া গ্রামে এর দৃশ্য ধারণ করা হয়েছে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জুঁই, আ খ ম হাসান, প্রাণ রায়, স্বর্ণা ও নিকুল কুমার।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে