কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে চরপুক্ষিয়া-পাইকান খেয়া ঘাট রোডে মানব বন্ধন, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে অংশ গ্রহন করেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, প্রভাষক মো. মোজাম্মেল হক জোয়ারদার, প্রভাষক মো. আনোয়ারুল হক, প্রভাষক আরিফ উল আসাদ, লোহাজুরী ইউপি ১নং ওয়ার্ডের সদস্য মো. আবু নাঈম স্বপন, ২নং ওয়ার্ডের সদস্য মো. কবীর হোসেন, কলেজের কম্পিউটার প্রদর্শক আতাউর রহমান আফ্রাদ, ট্রেড ইন্সট্রাক্টাকর মিনারা খাতুন, হাজেরা খাতুন, হাবিবুর রহমান সেলিম, সহকারী শিক্ষক আবু তাহের ছিদ্দিক, মো. শফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, মনিরাজ সুলতানা, মোঃ বাবুল মিয়া, ফজলুর রহমান, সেলিনা খাতুন, রাহিমা খাতুন, সাবিকুন্নাহার, রহিমা খাতুন ও দুইশতাধিক ছাত্র/ছাত্রী। চরপুক্ষিয়া-পাইকান খেয়া ঘাট রোডে মানব বন্ধন ও র্যালী শেষে কলেজ প্রঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর ও প্রভাষক মো. মোজাম্মেল হক জোয়ারদার।
মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানব বন্ধন
প্রকাশ : Aug 06, 2016 | Comments Off on মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানব বন্ধন
