logo

মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাসুম পাঠান, কটিয়াদী কিশোরগঞ্জ থেকে:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজে শনিবার নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ্য সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. এম গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ওসি মো. আ. সালাম মিয়া, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূইয়া রতন, লোহাজুরী ইউইনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মধ্যপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বিএসসি, কলেজের প্রতিষ্ঠাতা মো. জালাল উদ্দিন, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান,  আওয়ামীলীগ নেতা মো. সাইফুল ইসলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্রী সোমা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাথী বেগম, পাকুন্দিয়ার নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান মো. সৈয়দুজ্জামান, আচমিতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফা, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক শারফুল কাদের মনি, কটিয়াদী ডা. আ. মান্নান মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমান প্রদীপ প্রমূখ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে