logo

মায়ের প্রতি ভালবাসা আইনজীবির

ঘটনাপ্রাহ ডেস্কঃ

লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী মা। মাকে বাঁচাতে হলে করতে হবে লিভার ট্রান্সপ্লান্ট। কিন্তু কোথাও মিলছে না তা। মায়ের প্রতি অমোঘ ভালোবাসায় দিশেহারা সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের আইনজীবী শরীফুল ইসলাম। তার চিন্তা যে করেই হোক বাঁচাতে হবে মাকে।

চিকিৎসক জানালেন, মাকে বাঁচাতে হলে শরীফকে তার লিভারের অর্ধেকের চেয়েও বেশি মায়ের লিভারে প্রতিস্থাপন করতে হবে। অপারেশন অনেক জটিল। প্রথমে তার লিভার থেকে কেটে আবার মায়ের শরীরে সংযোজন করতে হবে। মুহূর্তেই রাজি হয়ে গেলেন তিনি। সফলভাবে নিজের লিভারের বেশির ভাগ অংশ মায়ের শরীরে প্রতিস্থাপন করালেন।

আপনি গর্বিত মায়ের সন্তান। আপনার মাকে স্যালুট। সন্তানকে তিনি মানবিক শিক্ষায় বড় করেছেন, স্বার্থপর হবার শিক্ষা দেননি। ছোট বেলায় মা যদি সন্তানকে শিক্ষা দেন, ‘এর সাথে মিশবিনা তার সাথে টিফিনের খাবার ভাগাভাগি করবি না। কেউ কলম চাইলে দিবি না, বস্তির ছেলের পাশে বসবি না।’ সেই মায়ের সন্তান এত স্বার্থপর হয়ে বড় হবে যে, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কারণ এই স্বার্থপর চিন্তা মা নিজেই শিখিয়েছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে