logo

মাহে রমযান উপলক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা ও নির্দেশাবলী

ঘটনাপ্রবাহ ডেস্কঃ
পবিত্র মাহে রমযান উপলক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা উপজেলার বিভিন্ন পেশাজীবী ও সর্বসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি কিছু নির্দেশনা ও প্রদান করেন। যাহা কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক হতে তুলে ধরা হলোঃ
সবাইকে মাহে রমযানের শুভেচ্ছা।
নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি অতি জরুরিভিত্তিতে সম্মানিত জনপ্রতিনিধিগণ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজসহ কটিয়াদী উপজেলার সর্বস্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করছিঃ
১। জরুরি প্রয়োজনে সকাল হতে সন্ধ্যা ৬.০০ ঘটিকা সময়ের মধ্যে যারা নিজ ঘর হতে বাহিরে আসবেন, তাদেরকে আবশ্যিকভাবে মাস্ক পড়তে হবে। মাস্ক ব্যতীত কেউ ঘর থেকে বাইরে আসলে ২০০ টাকা জরিমানা সহ তার বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। এশা ও তারাবির জামাতে দুইজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। অন্যরা নিজ বাড়িতে নামাজ আদায় করবেন।
৩। ইফতার, সেহেরির জন্য রেষ্টুরেন্ট খোলা থাকবে, তবে……..
১। লোকজন ইফতার /সেহরির ক্রয়পূর্বক নিজ নিজ বাড়িতে চলে যাবে,দোকানে বসে খাওয়া যাবেনা।
২। রেষ্টুরেন্ট শ্রমিকদের মাস্ক,গ্লাভস,মাথার ক্যাপ ইত্যাদি সুরক্ষা সামগ্রী রেষ্টুরেন্ট মালিকগণ সরবরাহপূর্বক সুরক্ষা নিশ্চিত করবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে