নতুন প্রাতের অপেক্ষায়
মাশহুদা খানম
আমি হব বসন্তের ভোর
কোকিল মাখা সুর,
গন্ধ বিলাবো যখন তখন
হয়ে পবনের হুর।
আমি হব রঙ্গিন আকাশ
উদাস করা বিকাল,
মাখবো গায়ে লুটিয়ে পুটিয়ে
ফুলের রেণুর সুবাস।
গোধূলী বেলায় যাব আমি
ঘরে ফিরে আমার,
আপন হাতের পরশ মেখে
বুলাবে মা আমায়।
রাখালের বাঁশির সুর শুনে
ঘুমাবো আমি রাতে,
আপন শক্তি নিয়ে আবার
ফিরবো নতুন প্রাতে।