বদরুল আলম নাঈম, নিজস্ব প্রতিবেদক।
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে
কটিয়াদী রক্তদান সমিতি বিগত ১৫ মার্চ ২০২০ থেকে অদ্যবধি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে কর্মহীন এক হাজার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পনেরো হাজার মানুষের মাঝে লিফলেট বিতরণ, বিভিন্ন এলাকায় মাইকিং, দুইশত মসজিদ-মন্দিরে সাবান ও সাবানদানী বিতরণ, ছয়শত শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ, কটিয়াদী বাজারের চারশত দোকানে সুরক্ষা বৃত্ত অংকন, পৌরসদরসহ বিভিন্ন গ্রামে জীবানুনাশক স্প্রে, ধান কাটা মৌসুমে একশত কৃষকের মাঝে কাচি ও পতিত জমি আবাদে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সবজী বীজ বিতরণ, রোজায় দুইশত শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ, ঘরে বসে স্বাস্থ্য সেবা পেতে টেলিমেডিসিন সেবা প্রদান, একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, একশত হত দরিদ্র পরিবারের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও জরুরী ওষুধ বিতরণ, বাজার ও বিভিন্ন গ্রামে অভূক্ত কুকুরকে খাদ্যের ব্যবস্থা করেছে। সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ এ দূর্যোগ মোকাবেলায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।