logo

মহানবীকে অবমাননার প্রতিবাদে কটিয়াদীতে মুসল্লিদের বিক্ষোভ-সমাবেশ

মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে

ভারতে বিজেপির নেতাদের মহানবী সা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে বানিয়াগ্রাম বাস্টট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সর্বস্তরের ইসলামী তৌহিদী জনতা।

শুক্রবার আসরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ আচমিতা ইউনিয়নের সভাপতি মাওলানা নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু হানিফ, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের (অব.) শিক্ষক জিয়াউল আলম, আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম মুর্শিদ (সজিব), বানিয়াগ্রাম পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোয়াজ্জম হোসাইন, সাংবাদিক উবাইদুল আকন্দ ভুবন, আল আমিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন মহানবীর সা: মর্যাদা রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত। এই বিজেপি বার বার মুসলমানদের কলিজায় আঘাত হানছে, কখনো বাবরী মসজিদ, কখনো হিজাব, কখনো আজান, কখনো গোহত্যা বিতর্ক সৃষ্টি করেছে। এখন আবার মুসলমানদের সবচেয়ে স্পর্শকাতর মহানবী সা: ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রা: সম্বন্ধে অবমাননাকর কটূক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে।
এটা মেনে নেয়া হবে না।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে