logo

মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে চুরি, যুবক আটক

শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুর পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে চুরি করার সময় এক যুবককে আটক করেছে জনতা।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম শামীম মাঝি (২২)।

মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক যুবক পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে প্রায় ৮ হাজার টাকা চুরি করে। এ সময় পাকার মাথা বাজারের নাইটগার্ড টের পেয়ে বাজারের ব্যবসায়ীদের জানায়।

বাজারের ব্যবসায়ীরা তাকে হাতেনাতে চুরি করা টাকাসহ আটক করে। পরে উৎসুক জনতা তাকে গণপিটুনি দিয়ে চুল কেটে ছেড়ে দেয়। চোর শামীম নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার বাসিন্দা। পদ্মার ভাঙ্গনে বাড়িঘর ভেঙ্গে যাওয়ায় কয়েক বছর যাবৎ ঢাকার গেণ্ডারিয়া এলাকায় বসবাস করে বলে জানা যায়।

 ইতিপূর্বে শামীম একটা সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি করত। ৩ মাস পূর্বে চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়ে। এরপর থেকে সে চুরি করা শুরু করে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে