logo

মনোহরদীতে ৭২ ঘন্টায় ছয় ডেঙ্গু রোগী শনাক্ত

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ছয় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। গত তিন দিনে ছয়জন রোগী ডেঙ্গু আক্রান্ত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

ডেঙ্গু আক্তান্ত রোগীর হলেন- উপজেলার বড় মির্জাপর গ্রামের তারা মিয়ার ছেলে মারুফ (১৮), চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামের ফজর আলীর ছেলে শাকিল (২০), আসাদনগর গ্রামের আব্দুর রউফেরে মেয়ে সোহানা (১৮), বড়চাপা ইউনিয়নের বীরমাইজদিয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে আবু বাকার (৩০), একই ইউনিয়নের আকরাম হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৯), নয়াপাড়া গ্রামের রুকন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার প্রথমে মারুফ মিয়া নামের এক ব্যক্তি জ্বর নিয়ে হাসপাতালে আসার পর পরীক্ষা-নিরীক্ষায় সে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়। এরপর থেকে আরো পাঁচজনকে ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মাঝে পাঁচজনই ঢাকা থেকে বাড়িতে এসেছেন আর একজন স্থানীয় বাসিন্দা। আক্রান্তদের মধ্যে চারজনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী ও ঢাকায় রেফার্ড করা হয়।’

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে