logo

মনোহরদীতে মাস্ক না পড়ে বাজারে আসায় মোবাইল কোর্টে জরিমানা আদায়


মো. আল ইমরান, মনোহরদী প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে মাস্ক না পড়ে বাজারে আসায় মোবাইল কোর্টে ১৩ টি মামলায় ৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার মনোহরদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান হাতিরদিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি টিম অভিযানে আইনশৃংখলা রক্ষায় সার্বিকভাবে সহোযোগিতা প্রদান করে।

সকলেই স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে সে বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও জনসচেতনতা তৈরী করা হয়।নিয়ম ও আইন মেনে যেন মোটর সাইকেল চালানো হয় সে বিষয়ে সতর্ক করা হয়। যারা নিয়ম প্রতিপালন করেননি তাদেরকে জরিমানা করা হয়। তাছাড়া বাজারের যে সকল স্থানে জনসমাগম হয় এরকম জায়গাসমূহে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে