logo

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু


মো. আল ইমরান, মনোহরদী প্রতিনিধি।
নরসিংদী জেলার মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ রানা জলিল (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। জলিল একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি বিজিবিতে কুষ্টিয়া জেলায় কর্মরত ছিলেন।
মৃত জলিলের আত্মীয় আবুল কালাম ফারুক ঘটনাপ্রবাহকে জানান, এক সপ্তাহ পূর্বে তিনি কর্মস্থল কুষ্টিয়া থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। আজ শুক্রবার বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষনাত তাক উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ রানা জলিলের ৮ বছরের ১ ছেলে ও ৪ বছর বয়সী ১ মেয়ে রয়েছে। তার স্ত্রী উপজেলার উত্তর পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার মৃৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনাপ্রবাহকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমিত সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের পক্রিয়া চলছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে