logo

মনোহরদীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু


মো. আল ইমরান, মনোহরদী প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে জাহাঙ্গীর কাউসার ( ৪৬) নামে একজন করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন। তিনি মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. গিয়াস উদ্দিন নায়েবের পুত্র ও ওরিয়ন ইনফিউশন কোম্পানীতে এএসএম হিসাবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার বিকালে আড়াইটার দিকে গ্রীন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত কাউসারের পারিবারিক সূত্রে জানাযায়, তিনি গত ৬ জুন থেকে জ্বর, ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। গত তিন দিন পূর্বে তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। এ অবস্থায় আজ আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে