মো. আল ইমরান মনোহরদী থেকে
নরসিংদী জেলার মনোহরদীতে মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমু উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাজার মনিটরিং, ইটভাটা পরিদর্শন ও স্বল্প আয়ের লোকজনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
শনিবার সকালে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর অনুমতিক্রমে মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর নেতৃত্বে নরসিংদী জেলা পুলিশ লাইন্সের ১০ জন সদস্যের সহায়তায় শুকুন্দি, মনোহরদী,চালাকচর,হাতিরদিয়া বাজারের বিভিন্ন জনাকীর্ণ ও জনসমাগম হয় সেসব জায়গাসমূহ পরিদর্শন করা করেন। যে সকল লোকজন ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বা নরসিংদী জেলার বাইরে থেকে এসেছেন তারা হোম কোয়ারেন্টাইনে আছেন কি না সেটি মনিটরিং করা করেন। এ ছাড়াও ঘরের বাইরে অপ্রয়োজনে যারা ঘুরাফেরা করছে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তারা বাস্তবে তা মানছে কিনা,বাজারের দাম ঠিক রাখা,ইটের ভাটা পরিদর্শনসহ নানাবিধ বিষয়ে তদারকি ও সেখানে আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করেন। এছাড়া তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের নিজ উদ্যোগে একজন সিএনজি চালক ও একজন কর্মকারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মনোহরদীতে ইউএনওর বাজার মনিটরিং, ইটভাটা পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ : Apr 25, 2020 | Comments Off on মনোহরদীতে ইউএনওর বাজার মনিটরিং, ইটভাটা পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
