মাসুম পাঠান
‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’ ডক্টর টিমের দু’জন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কিভাবে ওই দুই ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি।
সোমবার (২০এপ্রিল) ওই দুই ডাক্তারের করোনা পজিটিভ বলে জানা গেছে। আক্রান্ত দুইজন ডাক্তার হলেন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সজীবুল ইসলাম ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সারওয়ার হোসাইন রুমেল। আক্রান্ত দুই জনই ৩৯ তম বিসিএস উত্তীর্ণ এবং সদ্য যোগদানকৃত।
‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’ ডক্টর টিমের সমন্বয়ক ডা হাবিবুল্লা মারজান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২০এপ্রিল) আমাদের টিমের ওই দুই ডাক্তার করোনা পজিটিভ ধরা পড়ে।
উল্লেখ্য, দেশের এই দুর্যোগময় মুহুর্তে কর্মস্থলের পাশাপাশি নিজ উপজেলার জন্য গত ৮ এপ্রিল থেকে মোবাইল কলের মাধ্যমে ফ্রি সেবা দিয়ে যাচ্ছে ‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’ ফেসবুক পাবলিক গ্রুপ থেকে গঠিত ডক্টর টিমের ১৪ ডাক্তার।