logo

ভয়েস অব পাকুন্দিয়া ডক্টর টিমের ২ ডাক্তার করোনায় আক্রান্ত

মাসুম পাঠান

‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’ ডক্টর টিমের দু’জন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কিভাবে ওই দুই ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি।

সোমবার (২০এপ্রিল) ওই দুই ডাক্তারের করোনা পজিটিভ বলে জানা গেছে। আক্রান্ত দুইজন ডাক্তার হলেন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সজীবুল ইসলাম ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সারওয়ার হোসাইন রুমেল। আক্রান্ত দুই জনই ৩৯ তম বিসিএস উত্তীর্ণ এবং সদ্য যোগদানকৃত।

‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’ ডক্টর টিমের সমন্বয়ক ডা হাবিবুল্লা মারজান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২০এপ্রিল) আমাদের টিমের ওই দুই ডাক্তার করোনা পজিটিভ ধরা পড়ে।

উল্লেখ্য, দেশের এই দুর্যোগময় মুহুর্তে কর্মস্থলের পাশাপাশি নিজ উপজেলার জন্য গত ৮ এপ্রিল থেকে মোবাইল কলের মাধ্যমে ফ্রি সেবা দিয়ে যাচ্ছে ‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’ ফেসবুক পাবলিক গ্রুপ থেকে গঠিত ডক্টর টিমের ১৪ ডাক্তার।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে