logo

ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক, প্রাইভেট কার জব্দ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-মোঃ ইয়াছিন মিয়া (২০ ও গাড়ি চালক মোঃ রফিকুল ইসলাম (২০)। ইয়াছিন মিয়া নরসিংদী জেলার সদরের কল্যাণপুর এলাকার মোঃ ইদ্রিস আলীর পুত্র ও রফিকুল ইসলাম একই জেলা সদরের খালপাড়া এলাকার মোঃ আঃ রহমানের পুত্র। বুধবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে একটি আভিযানিক দল বাসষ্ট্যান্ড এলাকা থেকে চেক পোস্ট বসিয়ে এদের আটক করে। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করে র‌্যাব। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে