নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জ্বলন্ত চুলায় ফেলে ইয়ামিন নামে এক ছেলেকে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা। শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরর উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ এবং পরিবারিক সূত্র জানায়, চাঁনপুর গ্রামের মোবারক মিয়ার মানসিক ভারসাম্যহীন স্ত্রী শিরিন আক্তার সকালে ভাত রান্না করছিলেন। এ সময় ইয়ামিন কান্নাকাটি শুরু করলে শিরিন তাকে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই ইয়ামিন মারা যায়। এ খবর জানাজানি হলে ঘটনাস্থলে এলাকাবাসী পৌঁছে শিরিনকে আটক করে। পরে তাকে পুলিশে সোর্পদ করে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম তালুকদার জানান, শিরিন আক্তার মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভৈরবে জ্বলন্ত চুলায় ফেলে পুত্রকে হত্যা করলো মানসিক ভারসাম্যহীন মা
প্রকাশ : Sep 10, 2016 | Comments Off on ভৈরবে জ্বলন্ত চুলায় ফেলে পুত্রকে হত্যা করলো মানসিক ভারসাম্যহীন মা