ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে চোরাই গরুসহ ৫ ডাকাতকে আটক করেছে নৌ-থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকা থেকে ৫টি চোরাই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। পরে চুরি হওয়া গরুর মালিক আব্দুর রহিম মিয়ার কাছে বাজিতপুর থানা পুলিশের মাধ্যমে গরুগুলো বুঝিয়ে দেয় নৌ পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানার ইনচার্জ মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একই থানার নব যোগদানকৃত উপ-পরিদর্শক রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় নৌকা বোঝাই ৫টি গরুসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ। এসময় পুলিশের তাড়া খেয়ে ডাকাত দলের এক সদস্য পালিয়ে যায়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরচর গ্রামের বকুল মিয়া, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের সাইফুল ইসলাম, ব্রাহ্মণ বাড়িয়ার সরাইল উপজেলার জয়সিদ্ধি গ্রামের সুলতান মিয়া ও একই জেলার নবীনগর উপজেলার মুক্তারপুর গ্রামের ফারুক মিয়া ওরফে নাসির এবং নরসিংদীর ভেলানগর উপজেলার ফারুক মিয়া।
পুলিশ আরও জানায়, মঙ্গলবার দিবাগত রাতে জেলার বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের কৃষক আব্দুর রহিম মিয়ার গোয়াল ঘর থেকে গরু গুলো চুরি করে ডাকাতরা রাতের আধারে ট্রলার যোগে ভৈরবে আনার পথে পুলিশ গরুসহ তাদের আকট করা হয়। আর পালিয়ে যাওয়া ডাকাত সদস্য হলেন, উপজেলার আগানগর ইউনিয়নের ওমানাথপুর গ্রামের শামসু মিয়ার ছেলে মোশারফ হোসেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব নৌ থানার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আন্তঃজেলা ডাকাত বা গরু চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করছে। এর আগেও নৌ পুলিশ একই চক্রের ১০ জনকে আটকসহ ১০টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় আব্দুর মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।