logo

ভিডিও নিউজ শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় সুন্দরগঞ্জে এমপি লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্বরে আ’লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে ইউনিয়ন সভাপতি সমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগ সেক্রেটারি গোলাম মোস্তফা আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বামনডাঙ্গা ইউপি সেক্রেটারি জাহেদুল ইসলাম জাভেদ, সোনারায় ইউপি আ’লীগ সেক্রেটারি মিরেন ,আ’লীগ নেতা আঃ খালেক মিয়া, জাকির মিয়া, শাহার আলী , সাবেক ছাত্রলীগ নেতা মনিষ চক্রবর্তী,  সামিউল ইসলাম ছামু, ফয়সাল সাকিদার, নাদিম মিয়া প্রমুখ । বক্তারা এমপি লিটনের নামে করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে গ্রেফতার সাংসদকে মুক্তি দেয়ার দাবি জানান। অন্যথায় তা কর না হলে লাগাতার আন্দোলনে যাবার হুমকিও দেন নেতারা।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে