প্রান্তিক মানুষের সুস্থ ও সবল জাতি গঠনের কাজে নিয়োগিত ২৬ হাজার ৬শ সরকারি স্বাস্থ্য কর্মীদের অর্জনের যথার্থ মূল্যায়নে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী এ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার স্বাস্থ্য অধিদপ্তর মহা পরিচালক বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
গতকাল ১৮ অক্টোবর রবিবার দুপুর ২টায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী এ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ৬ দফা দাবি সম্মিলিত স্বাস্থ্য অধিদপ্তর মহা পরিচালক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি গ্রহন করেন সিভিল সার্জন ডাঃ এ এম মুজিবুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোখলেচুর রহমান, সহ-সভাপতি আঃ ছত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া যুগ্ম-সম্পাদক সহিদুল ইসলাম বিশ্বাস,সাংগঠনিক এ কে এম মূছা,উপদেষ্ঠা মন্ডলীর সদস্য রতন কুমার পাল,মহিলা বিষয়ক সম্পাদিকা চন্দন জাহান,বাউফল শাখার সভাপতি জালাল আহমেদ,কলাপাড়ার প্রশান্ত মজুমদার,গলাচিপার মোয়াজ্জেম হোসেনসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ । ৬ দফা দাবিগুলো হলো- অবিলম্বে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়ন, মা ও শিশুদের টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারীদের টেকনিকাল পদমর্যাদা, স্বাস্থ্য পরিদর্শকদের পদনাম অপরিবর্তিত রেখে ২য় শ্রেণী পদমর্যাদা দিতে হবে, স্বাস্থ্য পরিদর্শক থেকে পদায়ণকৃত জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক নিয়মিত করতে হবে, অবিলম্বে মাঠ পর্যায়ে জনসংখ্যার ক্রমবর্ধমান হারে পদ সৃষ্টি করতে হবে এবং ৮ম জাতীয় বেতন কমিমনে স্বাস্থ্য কর্মীদের যথার্থ মূল্যায়ন করতে হবে।
ভিডিও নিউজ শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী জেলা শাখার স্বারকলিপি প্রদান
প্রকাশ : Apr 04, 2016 | Comments Off on ভিডিও নিউজ শিক্ষা ও সাহিত্য সম্পাদকীয় স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী জেলা শাখার স্বারকলিপি প্রদান
