logo

ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর কাদের মির্জার দুঃখ প্রকাশ



 কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 

ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে তার আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। লাইভে এসে তিনি বলেন, এখানে আমি পারিবারিক যে কথাগুলো বলেছি তা নিতান্তই ক্ষোভের বশে বলেছি। এ কথাগুলো বলতে গিয়ে আমি অনেকের ক্ষোভের পাত্র হয়েছি। যারা আমার কথায় নিজেদের মনে আঘাত পেয়েছেন বা আঘাত লেগেছে আমি সবার প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

শনিবার ঢাকায় বসে রাত ৯টায় নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে কাদের মির্জা এসব কথা বলেন।

এর আগে শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে কাদের মির্জা তার বড়ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রাজধানীর ধানমন্ডিতে তার ব্যক্তিগত অফিসে সাক্ষাৎ করেন।

কাদের মির্জা বলেন, আজ আমি আমার পিতৃতুল্য বড়ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি। আমাদের মধ্যে কিছু পারিবারিক বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে আমার ছোটভাই শাহাদাত হোসেন খুব অসুস্থ তার চিকিৎসার বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। আমি আমার ছোটভাই শাহাদাতের আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চাইছি।

মির্জা আরও বলেন, রাজনৈতিক বিষয়েও তার সঙ্গে দুই একটি কথা হয়েছে। তিনি (ওবায়দুল কাদের) আমায় বলেছেন তুমি কিছু কথা বার্তা বলেছ, আমি এ বিষয়ে কারও সঙ্গে কিছু বলিনি।

অত্যন্ত আবেগঘন পরিবেশে তিনি বলেন, কেউ কেউ আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিল আমি তাদের বলেছি একদিন সে তার ভুল বুঝতে পারবে। রাজনৈতিক বিষয়ে তিনি (ওবায়দুল কাদের) আমায় নির্দেশনা দিয়ে বলেছেন,  যারা আমার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায় তাদের নিয়ে দলীয় কর্মকাণ্ড শুরু করতে। সব গুছানোর পর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি তাকে অনুরোধ করেছি আমাদের কিছু ছেলেপেলে (দলীয় নেতাকর্মী) এখনও জেলহাজতে আছে তাদের জামিনের ব্যবস্থা করতে। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেছেন।

কাদের মির্জা বলেন, আমাকে তিনি (ওবায়দুল কাদের) আরও নির্দেশ দিয়েছেন- ‘প্রথমে তুমি তোমার চিকিৎসার ব্যবস্থা কর’। গত ৬ মে আমেরিকাতে আমার ফলোআপের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু আমি যেতে পারিনি। এখন ওনার নির্দেশনা অনুযায়ী আমার চিকিৎসার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

কাদের মির্জা ওবায়দুল কাদের উদ্ধৃত করে বলেন, আমার বড়ভাই দৃঢ়তার সহিত বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমি (ওবায়দুল কাদের) ও আমরা ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে ঐকমত্য পোষণ করে কাজ করে যাচ্ছি। আমরা আশাকরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে অপরাজনীতির অবসান ঘটবে।

কাদের মির্জা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশ একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত পরিবেশে এগিয়ে যাবে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আল্লাহ যদি জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখেন তবে আগামী আড়াই বছর পর উন্নয়ন করার মতো কোন কাজ থাকবে না।

প্রসঙ্গত, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, অপরাজনীতির বিভিন্ন বিষয়ে নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। নানা সময় কাদের মির্জা বড়ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদের এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন আপত্তিকর অভিযোগ ও সমালোচনা করে আসছেন।

এলাকায় তার সমর্থক ও তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগের মধ্যে দীর্ঘ ৫ মাস যাবত দ্বন্দ্ব সংঘাতে তরুণ সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন নামে দু’জনের প্রাণহানির ঘটনাও ঘটে। ওই সব ঘটনায় শতাধিক আহত হয়ে এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলায় অনেক নেতাকর্মী এখনো জেলহাজতে আছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে