logo

বেস্ট ভ্যালু রিসোর্ট নির্বাচিত হলো কিশোরগঞ্জের জালালপুর ইকো রিসোর্ট

ঘটনাপ্রবাহ ডেস্কঃ
ট্রাভেলরস ফোরাম আয়োজিত “বেস্ট হোটেল এন্ড রিসোর্ট ইন বাংলাদেশ” নির্বাচনে বেস্ট ভ্যালু রিসোর্ট 2019 নির্বাচিত হয়েছে কিশোরগঞ্জের জালালপুর ইকো রিসোর্ট l এছাড়া বেস্ট লাক্সারি হোটেল ক্যাটেগরিতে ওয়েস্টিন ঢাকা ও বেস্ট লাক্সারি রিসোর্ট ক্যাটেগরিতে হবিগঞ্জের দি প্যালেস রিসোর্ট ও স্পা টানা তৃতীয় ও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে l কক্সবাজার হোটেলগুলোর জন্য একটি স্বতন্ত্র ক্যাটাগরি ঘোষিত হয় এ বছর যেখানে বেস্ট হোটেল এন্ড রিসোর্ট হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলো রয়েল টিউলিপ হোটেল l এছাড়াও এবছর বেস্ট ইকো এন্ড কমিউনিটি ট্যুরিজম প্রোমোটার হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে কিশোরগঞ্জের জালালপুর ইকো রিসোর্ট l করণাকালীন এসময়ে অনলাইন ভোটিং ও পঞ্চাশজনের মতো ট্রাভেল ব্লগারর্স এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে