logo

বাজিতপুরে রক্ত কণিকার উদ্যেগে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত কণিকার উদ্যোগে সংগঠনের কার্য্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ সেপ্টেম্ব) বিকেলে বাজিতপুর উপজেলার বাংলা বাজারে অনুষ্ঠিত আলোচনাসভায় পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আলী নূর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ও বাজিতপুরের ধূবীপাথর গ্রা ড. মোঃ ফজলে এলাহী ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ও পায়ে হেটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমনকারী ডাঃ মোঃ বাবর আলী , বাজিতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ গোলনাহার বেগম ও ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল আমিন ( রতন) মোল্লা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আ ন ম জাফর সাদেক, নিলখী দাখিল মাদ্রাতসার সভাপতি মোঃ আব্বাস উদ্দিন খান, নোয়াগাঁও নিলখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিন খান, রক্ত কণিকার উপদেষ্টা মোঃ ইসরাইল ভূইয়া, বাংলা বাজার বণিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম সুমন ও সাধারন সম্পাদক মোঃ মোকাদ্দাস ভূইয়া।
অনুষ্ঠানের মাঝে বক্তব্য রাখেন,বাজিতপুর রক্ত কণিকার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউজ্জামান রবিন, রক্ত কণিকার উপদেষ্টা ও বাংলাবাজার মনোয়ারা বেগম মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সারোয়ার আলম, আয়নারগ্রপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শেখর পাঠাগারের সভাপতি নাদিম ইবনে নাছির খান, রক্ত কণিকার সংগঠক মোরাদ আহমেদ, রক্ত কণিকার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিন, তারল্য রক্তদান সমিতির নাইম ইসলাম ইসলাম ও তন্ময় সরকার প্রমুখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে