ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে কিশোর-নারীসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩০ বছরের ১ জন কিশোর ও ৪৫ বছর বয়সের ১ জন নারী রয়েছেন। গত ৩১ মে এবং ৩ জুনে পাঠানো ৩৪ জনের নমুনা রিপোর্টের ফলাফল কিশোরগঞ্জ সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে গত শুক্রবার রাতে জানা যায়। নতুন করে আক্রান্ত ৬০ বছরের বৃদ্ধের ব্যক্তির বাড়ি বাজিতপুর পৌরসভার পশ্চিম বাজিতপুর, ৩৭ বছরের ১ জনের বাড়ি পৌরসভার বসন্তপুর মহল্লায়,৩০ বছরের কিশোরের বাড়ি পৌরসভার পশ্চিম কৈলানপুর এলাকায়,৫৫ বছরের ব্যক্তির বাড়ি উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া গ্রামে এবং ৪৫ বছরের ১ জন নারীর বাড়ি পৌরসভার পূর্বদড়ি ঘাঘাটিয়া মহল্লায়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ জনে। আক্রান্ত ৩৮ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন। এদিকে উপজেলায় ৬ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল শাওন বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার সকালে ঘটনাপ্রবাহকে বলেন, বাজিতপুর উপজেলায় গত ৩১ মে এবং ৩ জুনে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ জনের পজেটিভ আসায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশে পাশের ১০/১২ টি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
বাজিতপুরে নূতন করে কিশোর- নারীসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত
প্রকাশ : Jun 06, 2020 | Comments Off on বাজিতপুরে নূতন করে কিশোর- নারীসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত
