ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো একজন করোনায় আক্রান্ত এবং আরো এক জন পুরুষ সুস্থ হয়েছেন।
গত ২৭ মে পাঠানো ০৪ জনের নমুনা রিপোর্টের ফলাফলে এ তথ্য জানা গেছে। নতুন করে আক্রান্ত ৫০ বছরের একজন ব্যবসায়ীর বাড়ি বাজিতপুর পৌরসভার পশ্চিম কৈলানপুর গ্রামে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
আক্রান্ত ৩০ জনের মধ্যে গত ১৯ মে একই পরিবারের ৪ জন আক্রান্তের আক্রান্ত পরিবারের গৃহকর্তা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাছাড়া উপজেলার দীঘিড়পাড় ইউনিয়নের মিয়া বাড়ির একই পরিবারের ৯ জন আক্রান্তের মধ্যে জাকারিয়া হায়দার নামে এক ব্যক্তি সুস্থ হযেছেন। এ নিয়ে উপজেলায় ৬জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৭ জন করোনা মুক্ত হয়েছেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল শাওন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাজিতপুর উপজেলায় গত ২৭ মে পাঠানো ০৪ জনের নমুনা রিপোর্টে একজনের রিপোর্ট পজেটিভ আসায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশে পাশের ১০/১২ টি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।