ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো একজন ব্রাদার ( নার্স) করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৯ মে পাঠানো নমুনা রিপোর্টের ফলাফলে গত বুধবার রাতে এ তথ্য জানা গেছে। নতুন করে আক্রান্ত ২৬ বছরের ব্রাদারের বাড়ি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উত্তর সরারচর গ্রামে। তিনি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাদার ( নার্স) হিসেবে কর্মরত। এর আগে গত ২৭ মে পাঠানো একজন ব্যবসায়ীর বাড়ি বাজিতপুর পৌরসভার পশ্চিম কৈলানপুর গ্রামে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। আক্রান্ত ৩১ জনের মধ্যে গত ১৯ মে একই পরিবারের ৪ জন আক্রান্তের আক্রান্ত পরিবারের গৃহকর্তা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাছাড়া উপজেলার দীঘিড়পাড় ইউনিয়নের মিয়া বাড়ির একই পরিবারের ১ জনসহ ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল উদ্দিন আহমেদ বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ।
বাজিতপুরে নূতন করে আরো ১ জন ব্রাদার করোনায় আক্রান্ত
প্রকাশ : Jun 04, 2020 | Comments Off on বাজিতপুরে নূতন করে আরো ১ জন ব্রাদার করোনায় আক্রান্ত
