ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে আরো ৪ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বাজিতপুর হাসপাতালের ২ জন এবং জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন রয়েছেন। গত বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন ঘটনা প্রবাহকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নতুন করোনা মুক্ত ৪ জন হলেন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে গাজীরচর ইউনিয়নের চিনিরচর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মোঃ শরীফ ভূঁইয়া (৩০)। অন্য দিকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে উপজেলার বলিয়ার্দী গ্রামের হালিমা বেগম (৫৫) ও মধ্য ভাগলপুর মহল্লার ৬ নং ওয়ার্ডের তাছলিমা আক্তার (৩২)। এনিয়ে বাজিতপুর বাজিতপুর উপজেলায় সর্বমোট সুস্থের সংখ্যা ১৪০ জনে দাঁড়িয়েছে।
এ দিকে বাজিতপুর উপজেলায় গত ২ দিন নতুন কেউ করোনা রোগী শনাক্ত হয়নি। ফলে উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৬০ জনই রয়ে গেছে। এদের মধ্যে ২ জন মৃত ব্যক্তি রয়েছে। তাছাড়া বর্তমানে উপজেলায় ১৮ জন আক্রান্ত রোগী রয়েছে।
বাজিতপুরে নতুন ৪ জনসহ ১৪০ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 23, 2020 | Comments Off on বাজিতপুরে নতুন ৪ জনসহ ১৪০ জন করোনা মুক্ত
