ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে মহামারী করোনা ভাইরাস থেকে নতুন করে ৫ জনসহ মোট ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে নতুন করে সুস্থ হওয়া ৫ জন, স্বাস্থ্যকর্মী ৩ জন ও ১৮ জন সাধারণ রোগী রয়েছেন। গত শনিবার (১৩ জুন) রাতে ১-৩০ টার দিকে বাজিতপুর স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে করোনা মুক্ত ৫ জন হলেন,জিনিয়া পারভীন(২৬),এমাদ খান(৫০),লালন(২৫),নাঈম (২৪) ও সোলেমা (৪০)।স্বাস্থ্যকর্মী ৩ জন হলেন, বাজিতপুর হাসপাতালের ২ চিকিৎসক ও ১ জন মেডিকেল টেকনোলজিষ্ট।
ইতিপূর্বে সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, জাকারিয়া হায়দার, শামসুদ্দিন হায়দার,রাসেল হায়দার, ইয়াছ হায়দার,রোভাইয়া হায়দার,রিভা আইরিন,পান্না ফাতেমা,ফাইজা আক্তার,চায়না বেগম,ইজাজ আহমেদ,দেলোয়ারা আমিন, ইসরাত আমিন,এনি আমিন, রত্না বেগম,বাসনা রানী সূত্রধর, লাল মিয়া, শিরিন আক্তার ও সোহেল মিয়া।
সাংবাদিকের সাথে আলাপকালে ডাঃ তাহলিল হোসেন শাওন বলেন,গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে ৫ জন সুস্থ হয়েছেন এবং এর আগে সুস্থ ২১ জন নিয়ে সর্বমোট ২৬ জন করোনা মুক্ত হয়েছেন।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলায় এ পর্যন্ত ৫৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন ইতিপূর্বে মৃত্যুবরন করেছে।
বাজিতপুরে নতুন করে ৫ জনসহ ২৬ জন সুস্থ
প্রকাশ : Jun 14, 2020 | Comments Off on বাজিতপুরে নতুন করে ৫ জনসহ ২৬ জন সুস্থ
