logo

বাজিতপুরে নতুন করে ২ জন করোনাক্রান্ত


ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে ২ জন প্রাণঘাতী কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের একজন পুরুষ এবং অপরজন যুবক রয়েছেন। গত শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১ -০০ টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৬ জুলাই পাঠানো নমুনার পূর্ণাঙ্গ রিপোর্টের ফলাফলে ২ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।
নতুন আক্রান্ত ২ জন হলেন, বাজিতপুর পৌরসভার আলেয়াবাত মহল্লার ১ জন পুরুষ এবং বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ১ জন। এ নিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্ত হলেন ১৫৭ জন। আক্রান্ত ১৫৭ জনের মধ্যে ২ জন মৃত ব্যক্তি রয়েছে।
এ দিকে বাজিতপুর উপজেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩২ জন করোনা মুক্ত হয়েছেন। তাছাড়া ১৭ এবং ১৮জুলাইয়ের নমুনা রিপোর্ট ল্যাবে পেন্ডিং রয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে