ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করেছেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল উদ্দিন আহমেদ।এদের মধ্যে ১ জন নার্স, ৩ জন যুবক এবং ১ জন পুরুষ রয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন।
নতুন করোনা মুক্তরা হলেন, বাজিতপুর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা আক্তার (৪৯), উপজেলার সরারচরচর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের দূর্জয় সাহা (২৪), মোঃ এনামুল ইসলাম (২৪), হালিমপুর ইউনিয়নের শেখদী গ্রামের মোঃ মশিউর রহমান (২১) ও বাজিতপুর পৌরসভার দক্ষিণ আলেয়াবাদ মহল্লার একে এম আহম্মেদ আলী(৬৫)। এ নিয়ে বাজিতপুর উপজেলায় সর্বমোট ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলায় এ পর্যন্ত ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ আক্রান্ত ১৬০ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ এবং মৃত বাদে বর্তমানে বাজিতপুর উপজেলায় ১৩ জন আক্রান্ত রোগী রয়েছেন।
বাজিতপুরে নতুন আরো ৫ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 25, 2020 | Comments Off on বাজিতপুরে নতুন আরো ৫ জন করোনা মুক্ত
