ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে একজন চিকিৎসকসহ আরো ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ডাক্তারসহ ২ জন মহিলা রয়েছেন। গত মঙ্গলবার রাতে বাজিতপুর হাসপাতালের ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে এ তথ্য জানান।
গত ৮, ৯ এবং ১০ আগষ্টের নমুনা পরীক্ষার প্রতিবেদনে ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। নতুন শনাক্তরা হলেন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, বাজিতপুর পৌরসভার চারবাড়ি মহল্লার ৪৬ বছরের নারী ও পিরিজপুর ইউনিয়নের জহরপুর গ্রামের ৫৫ বছরের একজন নারী। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১৮১ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন মৃত ব্যক্তি রয়েছে। এদিকে বাজিতপুর বাজিতপুর উপজেলায় এ পর্যন্ত মোট ১৫৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে উপজেলায় ২০ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।