logo

বাজিতপুরে নতন ৪ জনসহ ১৩৬ জন করোনা মুক্ত


ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘন্টায় নতন করে ৪ জনসহ ১৩৬ জন কোভিড /১৯ থেকে সুস্থ এবং ১ জন যুবক আক্রান্ত হয়েছেন। সুস্থদের মধ্যে ১ জন যুবক, ১ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। গত সোমবার( ২০ জুলাই) দিবাগত রাতে বাজিতপুর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করোনা মুক্তরা হলেন, বাজিতপুর পৌরসভার আলেয়াবাদ মহল্লার হ্যাপী রানী সাহা (৪২), মোঃ আতিকুল হাসান (২৭), পশ্চিম ভাগলপুর গ্রামের মোঃ মতলব উদ্দিন (৭৫) ও উপজেলার মাথারহাটি গ্রামের মোঃ হাবিব মিয়া। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১৩৬ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন।
এদিকে গত ১৮ এবং ১৯ জুলাই পাঠানো নমুনা রিপোর্টে নতুন করে বাজিতপুর উপজেলার কুকরারাই গ্রামের একজন যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে