বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে দ্রুতগামী জিপগাড়ির চাপায় পিষ্ট হয়ে বায়েজিদ ( ৯) ও নাদিম (১৪) নামে পথচারী দুই শিশু-কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দু’টার দিকে বাজিতপুর উপজেলাীন উজানচর – সরারচর সড়কে পিরিজপুর বোর্ড বাজারের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজিদ সুলতানপুর গ্রামের ফোরকান মিয়ার এবং নাদিম পার্শ্ববর্তী মিরাকান্দি গ্রামের অধিবাসী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শেখ বোরহান উদ্দিন পরান জানান, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে লাল রঙের একটি দ্রুতগামী জিপগাড়ি বাজিতপুরের সরারচরের দিক থেকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কপথের উজান চর মোড়ের দিকে আসছিলো।
বেপরোয়া ওই গাড়িটি সুলতানপুর উপ-স্বাস্হ্য কেন্দ্র এলাকা অতিক্রমকালে সামনে একটি অটোরিকশা পড়ে যায়। এ সময় অটোরিকশাটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো সামনের রাস্তায় পথচারী শিশু বায়েজিদ ও কিশোর নাদিমকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে শিশু বায়েজিদ ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গুরুতর আহত নাদিমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ঘাতক জিপগাড়িটি জব্দ করে। ঘটনার পর পরই জিপগাড়িটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ বাজিতপুর থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।